ঝিনাইদহের মহেশপুরে এক রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন প্রেমিক-প্রেমিকা। শনিবার সকালে মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের একটি রান্না ঘর থেকে ওই প্রেমিক যুগলের লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানিয়েছে, চাপাতলা গ্রামের কৃষক আলামিনের রান্না ঘরে তার শ্যালিকা সোহানা খাতুন ও চাচাতো ভাই সাঈদের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আলামিন হোসেন জানান, শ্যালিকা সোহানা খাতুন তার বাড়িতে থাকতেন। কয়েক মাস ধরে তার চাচাতো ভাই সাঈদের সাথে সোহানার প্রেমের সম্পর্ক চলে আসছিল। সম্প্রতি বিষয়টি জানাজানি হওয়ার পর এ ঘটনা ঘটেছে বলে তার ধারণা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা দু’জন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply