1. admin@banglahdtv.com : Bangla HD TV :
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৪:০৮ অপরাহ্ন

ইশরাককে গ্রেফতার করে আন্দোলন দমানো যাবে নাঃ এমরান সালেহ প্রিন্স

কামরুজ্জামান সিদ্দিক, বিশেষ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২০৫ Time View

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে গ্রেফতার করে নিত্যপণ্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদসহ সরকারের দূর্ণীতি- দুঃশাসনের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন
দমন করা যাবে না। কর্তৃত্বাদী সরকার জনগণের মধ্যে আতঙ্ক সৃস্টি করতে ইশরাককে উদ্দেশ্যমূলক ভাবে আটক করেছে।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে ময়মনসিংহের হালুয়াঘাটে আজ বিকেলে এক তাৎক্ষনিক স্বতঃস্ফুর্ত প্রতিবাদ সভায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন। হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুল এর সভাপতিত্বে ও অপর যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় হালুয়াঘাট পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আবদুল আজিজ খান, মাইন উদ্দিন বাবুল, রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, পৌর আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্র দলের সহ সভাপতি আসাদুজ্জামান আসিফ, ছাত্র দলের উপজেলা আহ্বায়ক নাইমুর আরেফিন পাপন, পৌর সদস্য সচিব তাসবীর হোসেন অন্তর, শ্রমিক দলের সভাপতি আবদুল গণি, সাধারণ সম্পাদক মশিউজ্জামান,কৃষক দলের সহ সভাপতি আবুল কাশেম , তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, যুব দল নেতা সোহেল আজাদ, আবু নাসের, নুরুজ্জামান হেলাল,মোতালেব হোসেন, নাহিদ হাসান উজ্জল বক্তব্য রাখেন।
এমরান সালেহ প্রিন্স, অবিলম্বে ইশরাক হোসেনসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করে বলেন, লিফলেট বিতরণের মতো নিরীহ কর্মসূচি যারা সহ্য করতে পারে না,তারা কি না, গণতান্ত্রিক সরকারের স্বীকৃতির জন্য বিশ্বের শক্তিধর রাষ্ট্রের কাছে ধর্ণা দেয় । নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতি রোধ করতে না পেরে জনদৃস্টি ভিন্নখাতে প্রবাহিত করতে টিপ, আটক, মিথ্যাচারসহ নিত্য নতুন নাটক সাজানো হচ্ছে। তিনি বলেন, রমজান মাসেও সরকারের ফ্যাসিবাদী আচরন থেমে নাই। ভয়াবহ দুঃশাসনে জনগণের তীব্র প্রতিবাদের মুখপ সরকার গ্রেফতার নির্যাতনের পথ বেছে নিয়েছে।আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই সরকারের দমন নিপিড়নের জবাব দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 banglahdtv
Design & Develop BY Coder Boss