1. admin@banglahdtv.com : Bangla HD TV :
সোমবার, ২২ এপ্রিল ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন

কালীগঞ্জে ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি-
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫১ Time View

ঝিনাইদহের কালীগঞ্জে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এর নেতৃত্বে  উপজেলা বিএনপি।

বুধবার সকাল ৮টার দিকে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মীরা সরকারি মাহাতাব উদ্দিন কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, মোশাররফ হোসেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাঁতীদল, শ্রমিকদল, মৎস্যজীবি দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের পরই স্বাধীনতা যুদ্ধের পটভূমি তৈরি হয়। তারপর আমরা স্বাধীনতা অর্জন করি। আমাদের চেতনার সব কিছুকেই ঘিরে আছে ’৫২ এর ২১ ফেব্রæয়ারি। ভাষা শহীদদের আতœার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

সরকার একচ্ছত্র রাজকীয় শাসন ব্যবস্থা চালু করেছে মন্তব্য করে তিনি বলেন, দেশের মানুষ আজও গণতন্ত্রহারা। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। স্বাধীনতার ৫৩ বছর পর কেন আজকে ভোটাধিকারের জন্য দাবি করতে হচ্ছে। হানাদার বাহিনী যেমন ভাষা শহীদদের দমন করতে চেয়েছিল ঠিক একইভাবে এই হানাদার সরকার জনগণের মতপ্রকাশের স্বাধীনতাকে হরণ করছে। এই সরকার একচ্ছত্র রাজকীয় শাসন ব্যবস্থা চালু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 banglahdtv
Design & Develop BY Coder Boss