নিউজ ডেস্কঃ বাংলা HD TV এর যাত্রা আনুষ্ঠানিক ভাবে শুরু হলো। HD টিভির পক্ষ থেকে পরিচালনা পর্ষদ সকল জনগনকে শুভেচ্ছা জানিয়েছেন। ব্যাবস্থাপনা পরিচালক কামরুজ্জামান বলেন এই মিডিয়াটি একটি জনপ্রিয় মাধ্যম হিসাবে গড়ে তুলতে নিরপেক্ষ ভূমিকার কোনো বিকল্প নাই। HD TV সব সময় নিজেদের নিরপেক্ষ করে উপস্থাপন করবে। সমাজের ঘটে যাওয়া ঘটন অঘটন এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরবে এইচ ডি টিভি। সবাইকে পাশে থাকার আহবান জানিয়েছেন BANGLA HD TV এর ব্যাবস্থাপনা পরিচালক কামরুজ্জামান।
Leave a Reply