1. admin@banglahdtv.com : Bangla HD TV :
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন

নভেম্বরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

Coder Boss
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৫১৪ Time View

চলতি মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। সৃষ্টি পারে কয়েকটি নিম্নচাপ। পাশাপাশি স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতও হতে পারে। একমাস মেয়াদী এক পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর (বিএমডি)।

সোমবার প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবর মাসে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি হয়েছে। ১ ও ২০ অক্টোবর সাগরে লঘুচাপ সৃষ্টি হয়। এরমধ্যে তা ঘনীভূত হয়ে দুটি নিম্নচাপও হয়েছে। এ মাসে রাতের তাপমাত্রা কমতে থাকবে। ডিসেম্বরের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউটের অধ্যাপক ড. একেএম সাইফুল ইসলাম যুগান্তরকে জানান, নভেম্বর মাসে এমনিতেই ঘূর্ণিঝড় হয়ে থাকে। এর আগে ১৯৭০ সালের প্রলয়ঙ্করি ঘূর্ণিঝড়টি কিংবা ২০০৭ সালের সিডরও এ মাসে হয়েছে। মূলত বর্ষা মৌসুম বিদায়ের পর তাপমাত্রার বৈরি অবস্থা সৃষ্টি হতে থাকে নভেম্বর মাসে। এর থেকেই ঘূর্ণিঝড়ের শঙ্কা থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 banglahdtv
Design & Develop BY Coder Boss