স্পোর্টস রিপোর্টার ॥ কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা জন্মগতভাবেই আমুদে স্বভাবের। দিনকয়েক আগে উদযাপন করেছেন ৬০তম জন্মবার্ষিকী। তবে শরীরটা খুব একটা ভাল যাচ্ছিল না ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী তারকার। এ কারণে সোমবার রাতে আচমকাই ভর্তি হয়েছেন হাসপাতালে। তবে ম্যারাডোনা ভক্তদের জন্য স্বস্তির বিষয় হচ্ছে আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের অসুস্থতা খুব একটা গুরুতর নয় বলে জানা গেছে।
ম্যারাডোনার নিজ শহর বুয়েন্স আয়ার্সের লাপ্লাটা ক্লিনিকে তাকে ভর্তি করা হয়েছে। যদিও তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। আপাতত ম্যারাডোনার বেশ কিছু মেডিক্যাল চেকআপ করতে হবে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশ্বস্ত করেছেন খুব একটা গুরুতর নয় ম্যারাডোনার পরিস্থিতি। এখন পর্যন্ত যা ইঙ্গিত করোনা হওয়ার কোন লক্ষণ দেখা যায়নি সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের মধ্যে। ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলডো লুক বলেছেন বিষয়টি গুরুতর কিছু নয়, আমরা কোন ধরনের জরুরী কারণে এখানে আসিনি। তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরেই তার অবস্থা ভাল ছিল না এবং তাকে অন্তত তিনদিন পর্যবেক্ষণে রাখা হবে। মানসিকভাবেও ভাল নেই তিনি। আর এটা তার শরীরে প্রভাব ফেলেছে। লুক বলেন, ম্যারাডোনার বয়স হয়েছে। তার জীবনে অনেক ধরনের টেনশন আছে। এই মুহূর্তে আমাদের সবাই মিলে তাকে সহযোগিতা করতে হবে। একজন ম্যারাডোনা হওয়া অনেক কঠিন কাজ।
Leave a Reply