1. admin@banglahdtv.com : Bangla HD TV :
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন

৮০০ বছর পর কাল দেখা যাবে মহাজাগতিক দৃশ্য

Coder Boss
  • Update Time : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ২৯৬ Time View

২০২০ সালের ২১ ডিসেম্বর দিনটি মহাজাগতিক দিক থেকে এক বিরল দৃশ্যের দিন হিসেবে স্বীকৃতি পেতে চলেছে। কেননা, বহু বছর বাদে আগামীকাল সোমবার ‘বৃহস্পতি’ ও ‘শনি’ গ্রহ পরস্পরের অত্যন্ত কাছাকাছি চলে আসছে। প্রসঙ্গত, আগামীকাল সব চেয়ে ছোট দিনও। খবর জি নিউজের।

Nehru Planetarium-এর Director Arvind Paranjpye জানান, আগামীকাল সোমবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে Jupiter ও Saturn এত কাছাকাছি থাকবে যে, তাদের মধ্যে মাত্র ০.১ ডিগ্রির কোণ তৈরি হবে! এই রকম মহাজাগতিক ঘটনা আবার ঘটবে ২০৮০ সালের ১৫ মার্চ। এর আগে ১৬২৩ সালের ১ জুলাই এই দু’টি গ্রহ এত কাছাকাছি এসেছিল। কিন্তু তখন তাদের দেখতে পাওয়া যায়নি।

গ্রহদের এরকম কাছাকাছি আসাটা অবশ্য খুব বিরল ব্যাপার নয়। তবে বিরল হল, এতটা কাছাকাছি আসা। এমন যে, পৃথিবী থেকে যেন মনে হবে বৃহস্পতি ও শনি একটিই গ্রহ! এবং এরকম ঘটনা ঘটলেও সেটা দেখাও যায় না সব সময়। এ বারের বৈশিষ্ট্য হল, এই ঘটনা দেখা যাবে। সে দিক থেকেও বিরল এটি। কেননা, এরকম মহাজাগতিক ঘটনা শেষ বার দেখা গিয়েছিল ৮০০ বছর আগে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 banglahdtv
Design & Develop BY Coder Boss