খোন্দকার আব্দুল্লাহ বাশার, স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহ জেলা ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে জেলা ছাত্রদল।অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মোঃ মসিউর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের আহবায়ক আনারুল ইসলাম বাদশা, জেলা শ্রমিকদলের সভাপতি আবু বকর দিদ্দিক, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, জেলা ছাত্র দলের সহ-সভাপতি মিরাজুল ইসলাম, মেহেদী হাসান, নয়ন হাওলাদার, ইমরান হোসেন, ছাত্রী বিষয়ক সম্পাদক আনিকা আজাদ, যুগ্ন-সম্পাদক কামরুল হাসান লিকু।
আনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ন- সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির।
Leave a Reply