খোন্দকার আব্দুল্লাহ বাশার, স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে উপজেলা নির্বাচন অফিসার ওয়াহিদ মুরাদ এর নিকট মনোনয়নপত্র জমা দিলেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী।
(৩০শে ডিসেম্বর) বিকালে উৎসবমুখর পরিবেশে উপজেলা নির্বাচন অফিসারের নিকট দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেন তিনি।
কোটচাঁদপুর পৌরসভার মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী শাহাজান আলী মনোনয়নপত্র জমা দেয়ার সময় বিপুল সংখ্যক সমর্থক মিছিল সহকারে নির্বাচন অফিসের সামনে জমায়েত হয়। দল থেকে তিনি প্রথমবারের মনোনয়ন পেয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী শাহাজান আলীর মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল,পৌর আওয়ামিলীগ আহ্বায়ক মোঃ ফারজেল হোসেন মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, উপজেলা আঃলীগের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম খান বাবলু,সহ সভাপতি লুৎফর রহমান পৌর আঃলীগের নেতা কাজী আলমগীর,সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার জনাব মোঃ তাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির লতা,পৌর আওয়ামিলীগে যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন সাবেক উপজেলা যুবলীগের সভাপতি মীর কাশেম আলী,পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহিদ হোসেন সহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
Leave a Reply