বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলা সদরের কনকায় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আক্কেলপুর থেকে বগুড়াগামী যাত্রীবাহী বাস প্রিন্স কনকায় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছনের চাকা বিকট শব্দে ফেটে যায়। এ সময় বাসে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
দ্রুত বাসের যাত্রীরা বাস থেকে নামিয়ে পড়ে। এ সময় জানালা দিয়ে নামতে গিয়ে এবং যাত্রীদের ঠেলাঠেলিতে নারীসহ প্রায় ১৫ জন আহত হয়। এদের মধ্যে বগুড়ার স্বামী-স্ত্রী এনামুল হক (৫০) ও হাসনা বানুর (৪৫) অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে বাসের অনেকাংশই পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Leave a Reply