1. admin@banglahdtv.com : Bangla HD TV :
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন

পদ্মার ওপারে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলি

Coder Boss
  • Update Time : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫৯ Time View
February,28, 2021 Police clashed with some leaders and activists of the Jatiyatabadi Chhatra Dal, the student wing of the BNP When they try to stage a programme, in front of the National Press Club in Dhaka, Bangladesh

রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীর ওপারে দুইপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চারজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। দুর্গম চরের ভারতীয় সীমান্ত লাগোয়া এই গ্রামটির অর্ধেক অংশ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মধ্যে পড়েছে। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ চারজন হলেন, অলি ঢালির ছেলে লিটন ঢালি (২৯), দিন ইসলাম ঢালির স্ত্রী মরিয়ম (৪৫), আদম ঢালির ছেলে আব্দুর রাজ্জাক ঢালি (৩৩) ও শামসুল দর্জির ছেলে দুলাল দর্জি (৩০)।

এছাড়া আহত আরো কয়েকজন হলেন- নুরুল দর্জির ছেলে ইদ্রিস দর্জি (৩০), শাহাজান সরকারের ছেলে বাভেল সরকার (২৫), শিকিম আলীর ছেলে ইয়ার দর্জি (৪০), আদম ব্যাপারির ছেলে ইব্রাহিম (২৬), দিন ইসলামের ছেলে মজনু দর্জিসহ (৩২)। এদের মধ্যে গুলিবিদ্ধ কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে সূত্র জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চোমাদিয়া চর এলাকায় খলিল ব্যাপারী ও সোলেমান দেওয়ানের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এরই জের ধরে রোববার উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন পিস্তুল, হাসুয়া, লোহার রডসহ বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চারজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

আহত মজনু ব্যাপারি জানান, আমার কলার ক্ষেতের সাথে সোলেমান দেওয়ান ও সুফিয়ান দেওয়ানের জমি রয়েছে। তাদের জমিতে আগাছা পরিষ্কার করার জন্য আগুন দিলে আমার কলার ক্ষেত পুড়ে ও নষ্ট হয়ে যায়। পরে বিষয়টি আমি জানতে গেলে আমাকে সোলেমানের লোকজন হাতুড়ি দিয়ে মারপিট করেন। এ খবর শুনে আমার আত্নীয়-স্বজনেরা ছুটে আসলে সোলেমানের লোকজন তাদের ওপর পিস্তল দিয়ে গুলি ছুঁড়েন। এছাড়া হাতুড়ি, দেশীয় অস্ত্র ও হাসুয়া দিয়ে হামলা করেন। এতে তারা আহত হন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষই অভিযোগ করেনি। তবে লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 banglahdtv
Design & Develop BY Coder Boss