হেফাজতে ইসলাম আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে। হেফাজতে ইসলামের ডাকে গতকাল রাজধানীর বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এ ছাড়া বিকেলে সংবাদ সম্মেলন করেছে হেফাজত। এসব কর্মসূচি থেকে আজকে সকাল-সন্ধ্যা হরতাল সফলে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান হয়েছে। একইসাথে হরতালে বাধা দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন নেতারা
গত ২৬ মার্চ ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের পর মুসল্লিদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষ হয়। বিকেল পর্যন্ত চলা এ সংঘর্ষে সাংবাদিক, পুলিশসহ শতাধিক নেতাকর্মী আহত হয়। এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারিতে হেফাজতে ইসলামের সাথে পুলিশের সংঘর্ষে চারজন নিহত ও বহু আহত হয়। ব্রাক্ষণবাড়িয়ায় সংঘর্ষে হেফাজতের আরেক কর্মী নিহত হন। এর প্রতিবাদে গতকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হেফাজত। এ ছাড়া আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি দিয়েছে তারা।
Leave a Reply