রহমত, মাগফিরাত ও জাহান্নামথেকে মুক্তির মহাবারতা নিয়ে আবারো আমাদের মাঝে ফিরে আসছে পবিত্র মাহে রমজান। কালামে হাকীমে ঘোষণা করা হয়েছে, ‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর সিয়াম পালনকে অত্যাবশ্যকীয় করে দেয়া হয়েছে; যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর অত্যাবশ্যকীয় করা হয়েছিল। যেন তোমরা আল্লাহভীতি অর্জন করতে পারো’। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সিয়াম পালন রীতিমতো কষ্টদায়ক হয়ে পড়ে। তাই আমরা এসব সুবিধাবঞ্চিত মানুষের সিয়াম পালনে সহযোগিতার জন্য সীমিত সামর্থ নিয়ে এগিয়ে এসেছি। তিনি আসন্ন রমজান মাসে সিয়াম-কিয়াম পালন ও দান সাদকাহর মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভের চেষ্টা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান বাংলা এইচডি টিভির নির্বাহী সম্পাদক কামরুজ্জামান সিদ্দিক।
তিনি বলেন, পবিত্র মাহে রমযান কুরআনের মাস; ক্বদরের মাস। এই মাসে বিশ্বমানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিল হয়েছিল। এই মাসে পবিত্র লাইলাতুল ক্বদর নামে এক মোবারক রাত রয়েছে। যা এক হাজার রাতের চেয়ে উত্তম।
তিনি আরো বলেন, হাদিসে কুদসীতে এসেছে, আল্লাহ তায়ালা বলেছেন, ‘রোজা আমার জন্য। আর আমিই রোজাদারদের যথাযথ প্রতিদান প্রদান করবো।’ অন্য হাদিসে বর্ণিত হয়েছে, সে ব্যক্তি ধ্বংস হোক; যে রমজান মাস পেল অথচ সে তার গোনাহ মাফ করে নিতে পারলো না। তাই আমাদেরকে মাহে রমজানের কল্যাণকে যথাযথভাবে কাজে লাগিয়ে তাকওয়া ও তাযকিয়া অর্জনের প্রচেষ্টা চালাতে হবে।
Leave a Reply