বরগুনার আমতলীতে চাচাতো বোনকে বাসায় একা পেয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে নির্যাতনের শিকার ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা সদর হাসপাতালে ভর্তি করায় পুলিশ।
মামলা ও থানা সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে ভুক্তভোগী ওই তরুণীর মা আমতলী থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্ত যুবকের নাম মো: মাসুম মাতুব্বর (২০)। তিনি পেশায় মোটরসাইকেলচালক।
মাসুম আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া এলাকার মজিবর মাতুব্বরের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, বাড়িতে ভুক্তভোগী ওই তরুণীকে একা রেখে বাবার বাড়িতে যান মা। এ সুযোগে বাড়িতে একা পেয়ে শনিবার দুপুরে মেয়েটিকে ধর্ষণ করেন মাসুম। এ সময় মেয়েটির ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে তিনি পালিয়ে যান।
ভুক্তভোগীর স্বজনরা জানায়, বিষয়টি জানাজানি হলে মাসুমের পরিবার স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করার জন্য তাদের বিভিন্নভাবে চাপ দেয়।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম হাওলাদার বলেন, বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী ওই মেয়েটির বাড়িতে পুলিশ পাঠানো হয়। পরে ভুক্তভোগী ওই মেয়েটি জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা নিশ্চিত করেছেন। অভিযুক্ত মাসুমকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply