1. admin@banglahdtv.com : Bangla HD TV :
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন

বদর যুদ্ধ জয় ও ‘আল্লাহর সিংহের’ প্রথম আত্মপ্রকাশের ১৪৪০তম বার্ষিকী

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৪১৬ Time View

চন্দ্র বছরের হিসেবে ১৪৪০ বছর আগে (খ্রিস্টীয় ৬২৪ সনের) এই দিনে (১৭ রমজান) মক্কার মুশরিকরা মুসলমানদের সাথে তাদের প্রথম সুসংগঠিত যুদ্ধে হেরে গিয়েছিলো।

বিশ্বনবী হযরত মুহাম্মাদ সা: মদীনায় হিজরত করার পর তার ওপর এ যুদ্ধ চাপিয়ে দিয়েছিলো মক্কার কাফের কুরাইশরা।

এ যুদ্ধে মুসলিম মুজাহিদদের সংখ্যা ছিলো মাত্র ৩১৩ জন। অন্যদিকে আগ্রাসী মুশরিক বাহিনীর সদস্য ছিলো এক হাজারেরও বেশি। মহান আল্লাহর সহায়তায় ওই যুদ্ধে মুজাহিদদের হাতে ৭০ জন কাফির বাহিনীর সদস্য নিহত হয়। এছাড়া তাদের আরো ৭০ জন মুসলিম বাহিনীর হাতে বন্দি হয়।

অন্যদিকে মুসলিম বাহিনীর ১৪ জন শাহাদত বরণ করেন। মুসলমানদের পক্ষে এই যুদ্ধের প্রধান বীর ছিলেন আমিরুল মুমিনিন হযরত আলী রা:। তিনি একাই ৩৬ জন কাফেরকে হত্যা করেছিলেন যাদের মধ্যে অনেকেই ছিলো নেতৃস্থানীয় কাফের সর্দার ও তৎকালীন আরব বিশ্বের শীর্ষস্থানীয় খ্যাতিমান যোদ্ধা। আলী রা: এই প্রথমবারের মতো তরবারির যুদ্ধে তার অসাধারণ নৈপুণ্য দেখানোর সুযোগ পান।

বহু বছর পরে মুয়াবিয়া হযরত আলী রা: খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করলে এক চিঠিতে আমিরুল মু’মিনিন তাকে সতর্ক করে দিয়ে লিখেছিলেন, ‘যে তরবারি দিয়ে আমি তোমার নানা উতবা, তোমার মামা ওয়ালিদ ও ভাই হানজালার ওপর আঘাত করে হত্যা করেছিলাম সে তরবারি এখনো আমার কাছে আছে।’

শেরে খোদা বা ‘আল্লাহর সিংহ’ নামে খ্যাত হযরত আলী রা: ছিলেন বিশ্বনবী সা: এর চাচাতো ভাই, জামাতা ও তার পবিত্র আহলে বাইতের শীর্ষ সদস্য। ইসলামের ইতিহাসের প্রাথমিক যুদ্ধগুলোর বেশিরভাগেরই জয়ের মূল স্থপতি ছিলেন এই মাসুম ইমাম ও খলিফা। তিনি ও বিশ্বনবী স: এর স্ত্রী উম্মুল মুমিনিন হযরত খাদিজা রা: প্রায় একই সময়ে ইসলাম ধর্ম গ্রহণকারী হিসেবে ইসলামের ইতিহাসের সর্বপ্রথম মুসলমান। আলী রা:-এর বয়স ছিলো সে সময় মাত্র দশ বছর।

বলা হয়ে থাকে বিশ্বনবী স:-এর চারিত্রিক সুষমা ও মহানুভবতা, আলী রা:-এর তরবারি ও ইসলামের পথে খাদিজা রা:-এর অঢেল সম্পদ দান ছাড়া ইসলাম কখনো এতটা বিকশিত হতে পারত না।

বিশ্বনবী সা: হযরত আলী রা:-কে জুলফিকার নামের নিজের একটি তরবারি উপহার দিয়েছিলেন। এই তরবারির অগ্রভাগ ছিলো দুই শাখা বিশিষ্ট।

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গীতে এসেছে- ‘খায়বার জয়ী আলী হায়দার জাগো জাগে আরবার। দাও দুশমন-দুর্গ-বিদারী দ্বিধারী জুলফিকার জাগো জাগো আরবার। .. …

বদর যুদ্ধ ইসলামের স্মরণীয় যুদ্ধগুলোর অন্যতম। এ যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিরা মুসলমানদের কাছে পরবর্তীকালে বিশেষ মর্যাদা পেয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 banglahdtv
Design & Develop BY Coder Boss