1. admin@banglahdtv.com : Bangla HD TV :
সোমবার, ২২ এপ্রিল ২০২৪, ১২:০৯ অপরাহ্ন

এখন বিজয় মিছিল নয়, করোনা আক্রান্তদের পাশে দাড়ান : সমর্থকদের মমতা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ২ মে, ২০২১
  • ৪০৩ Time View

ভারতের পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বারের মতো তৃণমুল কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিশ্চিত হয়ে গেলেও দিনভর উত্তেজনা চলে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন নিয়ে। বিকেল নাগাদ এক সময়ের সহযোগী থেকে ‘বিশ্বাসঘাতকে’ পরিণত হওয়া শুভেন্দু অধিকারীকে ১২০০ ভোটে হারিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জয় নিশ্চিত করেছেন বলে খবর দেয় বার্তা সংস্থা এএনআই। এরপর হুইলচেয়ার ছেড়ে প্রথমবারের মতো পায়ে হেঁটে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে অফিসে প্রবেশ করেন। সমর্থকদের ধন্যবাদ জানিয়ে কোভিড বিধির কথা মনে করিয়ে দিয়ে মমতা বলেন, ‘কোভিড সংক্রমণ কমলে আমরা বিজয় মিছিল করবো, বিগ্রেড প্যারেডও হবে। কিন্তু এখন কোনো বিজয় মিছিল নয়। সবার কাছে বিনীত অনুরোধ করোনা আক্রান্তের পাশে দাঁড়ান।’
ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের ২০৭টি আসনে জয় পেতে যাচ্ছেন তৃণমুল কংগ্রেসের প্রার্থীরা। আর মোদি-অমিত শাহের নিরবিচ্ছিন্ন প্রচার সত্ত্বেও ৮০ আসনের বেশি পাচ্ছে না বিজেপি।
গত ১০ মার্চ নন্দীগ্রামে নিজের আসনে নির্বাচনি প্রচারে গিয়ে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিড়ের মধ্যে তাকে ধাক্কা দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। এরপর থেকেই পুরো নির্বাচনি প্রচারে হুইলচেয়ারে ঘুরেছেন তিনি। রবিবার বিজয় নিশ্চিত হওয়ার পর পায়ে হেঁটে বাড়ির বাইরে বেরিয়ে আসেন তিনি।
উল্লাসরত সমর্থকদের উদ্দেশে মমতা বলেন, ‘আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আপনারা কঠোর পরিশ্রম করেছেন।’ সংবাদমাধ্যমের সঙ্গে পরে কথা বলবেন জানিয়ে মমতা বলেন, ‘এটা বাংলার বড় বিজয়। সংবাদমাধ্যমের সঙ্গে যতক্ষণ কথা না বলি ততক্ষণ আমি আপনাদের বাড়ি ফিরে যেতে অনুরোধ করছি। বাড়ি ফিরে ভালোভাবে গোসল করুন, স্যানিটাইজ করুন নিজেকে আর অন্যদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। দয়া করে ভিড় করবেন না আর উদযাপনের জন্য ব্যস্ত হবেন না।’
পশ্চিমবঙ্গের দখল নিতে শীর্ষ নেতা থেকে শুরু করে হাতে থাকা সব কৌশলই কাজে লাগায় বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৫০ দিনের মধ্যে ৫১টি র‌্যালিতে যোগ দেন।
বিজেপির প্রবল প্রতাপের সামনে খেলা হবে স্লোগান নিয়ে লড়াই চালিয়ে যায় তৃণমুল কংগ্রেস। বিজেপি পাল্টা স্লোগান দেয় খেলা শেষ। তবে ভোট গণনা শেষে দেখা যাচ্ছে বিজেপিরই খেলা শেষ হয়ে আসছে। সূত্র : আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 banglahdtv
Design & Develop BY Coder Boss