শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই হাসি ফুটল। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, পশ্চিমবঙ্গ বিধানসভায় ২৯৪টি আসনের মধ্যে ভোট হয়েছে ২৯২টি আসনে। এ খবর লেখা পর্যন্ত মমতার তৃণমূল কংগ্রেস পেয়েছে ২১২টি, বিজেপি পেয়েছে ৭২টি, সংযুক্ত বামমোর্চা ১টি ও অন্যান্যরা পেয়েছে দুইটি করে আসন।
ইতোমধ্যেই মমতাকে অভিনন্দন জানিয়েছেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি এক বিবৃতিতে বলেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য দিদিকে অভিনন্দন। পরবর্তী মেয়াদে আসায় দিদিকে আমার শুভেচ্ছা।
এছাড়া, মমতার জয় অনেকটা নিশ্চিত ধরে তাকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
টুইটে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘ভূমিধস বিজয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন। কী অসাধারণ লড়াই! পশ্চিমবঙ্গের মানুষকেও আমার শুভেচ্ছা।’
অপর টুইট বার্তায় ওমর আবদুল্লাহ বলেন, ‘পশ্চিমবঙ্গে এই অসাধারণ জয়ের জন্য মমতা দিদি ও তৃণমূলের সব সদস্যকে আন্তরিক অভিনন্দন। পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন এবং বিজেপি আপনাদের জন্য সবরকম প্রতিকূলতা তৈরি করার পরও সেটি কাটিয়ে বিজয়ী হয়েছেন। তার জন্য আমি কৃতজ্ঞ।’
এর আগে এক টুইট বার্তায় উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, ‘বাংলার সচেতন জনগণ বিজেপির ঘৃণার রাজনীতিকে পরাজিত করেছেন। মানুষের সেবায় ব্রতী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতাদের বিজয়ের অগ্রিম শুভেচ্ছা।’
হ্যাশট্যাগ ‘দিদি জিও দিদি’ উল্লেখ করে তিনি বলেন, একজন মহিলাকে (মমতা) বিজেপি যেভাবে ‘দিদি ও দিদি’ বলে কটাক্ষ করেছিল, সেটার যোগ্য জবাব দিয়েছে বাংলা। সূত্র : আনন্দবাজার
Leave a Reply