ঘুর্নিঝড় ইয়াসের প্রভাবে নদীর পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে বরগুনা জেলার নিম্নাঞ্চল। মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে বরগুনার পুরো নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার চিত্রই দেখা যায়।
ইয়াসের প্রভাবে প্লাবনে ইতোমধ্যেই তলিয়ে গিয়েছে বরগুনা সদরের নিশানবাড়ীয়া ও নলীর কয়েকটি গ্রাম ও তালতলী উপজেলার খোট্টার চর এলাকার শত শত বাড়িঘর। প্লাবনের পানিতে ভেসে গেছে ২৫টি মাছের ঘেরসহ প্রায় ৭০টি পুকুরের মাছ।
এ বিষয়ে বরগুনা পানি উন্নায়ন বোর্ডের প্রকৌশলী কাইছার আলম বলেন, জেলায় প্রধান দুইটি নদীর মধ্যে বিষখালী নদীর পানি বিপদসীমার আড়াই ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং পায়রা নদীর পানি বিপদসীমার ৬ ইঞ্চি উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। জেলায় ২৫ কিলোমিটার বেড়িবাধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
Leave a Reply