সারা ভারতে থাবা বসিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যজুড়ে করোনা ঠেকাতে জারি করা হয়েছে কড়া বিধিনিষেধ। সাধারণ মানুষও করোনার প্রকোপ থেকে বাঁচতে ভিড় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। করোনা ঠেকাতে চলছে অনলাইনেই পড়াশোনা, বেশিরভাগ অফিসই এখন বন্ধ। জোরকদমে চলছে ওয়ার্ক ফ্রম হোম। কিন্তু অভিনব পন্থা অবলম্বন করলেন এক সাধু বাবা। তিনি নিজেকে কোভিডের হাত থেকে রক্ষা করতে গাছের মধ্যেই বাড়ি তৈরি করে থাকতে আরম্ভ করে দিয়েছেন। গাছ থেকে খুব একটা নিচেও নামছেন না তিনি। নবদ্বীপের নদীর পাশে নির্জন জঙ্গলে গাছে আশ্রয় খুঁজে নিয়েছেন তিনি।
করোনা মহামারী থেকে বাঁচতেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন সাধুবাবা। মানুষজনের ভিড় থেকে দূরে থাকতে চান তিনি। সকলকে মাস্ক ব্যবহার করার পরামর্শও দিলেন তিনি। সাধুবাবা আরো বলেন, সবাইকে বলছি ভিড়ে থেকে যেন দূরে থাকে। প্রয়োজন না থাকলে রাস্তায় বের না হওয়া ভালো। করোনা রোগ হলে তখন তার দায় কেউ নেবে না বলেও জানান তিনি।
সাধুবাবার গাছের মধ্যেই বাড়ি তৈরি দেখতে আশপাশের গ্রামের মানুষজন মাঝেমধ্যে ভিড় জমাচ্ছেন। তখনই সাধুবাবা সতর্ক করছেন এ করোনা মহামারীর সময়ে কেউ এস না। ঘরে থাকো। সাবধানে থাকো। সাধুবাবার এ উদ্যোগের প্রশংসা করছেন অনেকেই।
সূত্র : আজকাল
Leave a Reply