দিনাজপুরে চার হাত ও চার পা বিশিষ্ট ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। শুক্রবার ভোর ৫টায় দিনাজপুরের খানসামা রোডের বীরগঞ্জ ক্লিনিকে শিশুটি জন্ম নেয়। শিশুটি সুস্থ্য ও স্বাভাবিক রয়েছে বলে নবজাতকের মা রুনা লায়লা জানিয়েছেন।রুনা লায়লা কাহারোল উপজেলার মকুন্দপুর ইউনিয়নের রামপুর গ্রামের দিনমজুর মো: গোলাম রব্বানীর স্ত্রী।
বীরগঞ্জ ক্লিনিকের পরিচালক বেলাল হোসেন জানান, শিশুটিকে প্রাথমিকভাবে শিশু বিশেষজ্ঞ ডা: মনীন্দ্র নাথ রায়ের কাছে চিকিৎসার জন্য নিয়ে গেলে তিনি উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সকাল ১০টায় ক্লিনিক থেকে সুস্থ্য অবস্থায় শিশুটি ও তার মা রুনা লায়লা ছাড়পত্র নিয়ে গেছেন। তবে শিশুটির জরুরিভাবে উন্নতমানের চিকিৎসার প্রয়োজন বলে জানান ক্লিনিকের পরিচালক।
Leave a Reply