বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী জননেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের তত্ত্বাবধানে কালীগঞ্জ উপজেলা ব্যাপী ফ্রি অক্সিজেন সিলিন্ডার ও করোনা চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সহযোগিতা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র আহবায়ক সাবেক মেয়র আলহাজ্ব মাহাবুবার রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আয়নাল হাসান,তবিবুর রহমান মিনি, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম তোতা, আনোয়ার হোসেন ,মোহাম্মদ আলী জিন্নাহ, জাবেদ আলী, শওকত হোসেন ফেলু , শহিদুল ইসলাম সাইদুর, যুবদলের যুগ্ম আহবায়ক ফিরোজ কবির, ছাত্রদল সদস্যসচিব মৌসুম উদ্দিন শোভন, সহ যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সিদ্ধান্ত অনুযায়ী সাত সদস্যের টিম সার্বক্ষণিক মানুষের কল্যাণে কাজ করবে এবঙ সেই লক্ষে ৭ সদস্যের একটি টিম গঠন করা হয়। এই টিমের অধীনে করোনা মোকাবেলার জন্য জরুরী যন্ত্রপাতি এবং চিকিতসা সামগ্রী হস্তান্তর করা হয়।
টিমের সদস্যদের নাম ও জরুরী প্রয়োজনে মোবাইল নাম্বার দেওয়া হলো। শুভ আহমেদ জনি -01711660716, মারুফ বিল্লাহ -+8801855101010, জুয়েল রানা -01913969793, মৌসুম উদ্দিন শোভন -01718019156, তরিকুল ইসলাম -01735103720, সাজিদ হাসান জনি -01725000353, কামরুল ইসলাম-+8801725759693।
Leave a Reply