যশোরের চৌগাছায় এক যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লস্কারপুর শ্মশানঘাট মাঠের একটি পাটক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
চৌগাছা থানার এস আই আতিক জানান, স্থানীয়রা লাশটি দেখে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা তাকে শ্বাস রোধে হত্যা করা হয়েছে। হত্যার পর তাকে ফেলে রাখা হয়েছে। লাশের মুখে মাক্সে উপর সাদাকচটেপ দিয়ে মোড়ানো ছিল। রোববার রাতে কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে এখানে ফেলে গেছে।
এ ব্যাপারে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply