বরিশালের বাকেরগঞ্জে ইলেকট্রনিক্স পণ্যের একটি শোরুম থেকে কারিবুল আলম (২৬) নামের ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে থানা সড়কের ওই শোরুমের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।
কারিবুল আলম বরিশাল নগরীর ভাটিখানা এলাকার বাসিন্দা। তিনি ‘মিনিস্টার ফ্রিজ’ কোম্পানির বাকেরগঞ্জ উপজেলার সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার ছিলেন।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, কারিবুল আলম রাতে শোরুমে থাকতেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ম্যানেজার মাশফিক সরদার শোরুমের দিকে আসেন। এসময় তিনি শোরুমের বাইরে থেকে কারিবুল আলমকে ডাকতে থাকেন। অনেক ডাকাডাকির পরও ভেতরে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ তালা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় কারিবুল আলমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, কারিবুল বিবাহিত ছিলেন। তবে কয়েকমাস ধরে এক যুবতীর সঙ্গে তার পরকীয়া সম্পর্ক চলছিল। এ নিয়ে তাদের দাম্পত্য কলহ সৃষ্টি হয়। রোববার বিকেলে তার বাবা ও স্ত্রী সঙ্গে ঝগড়া হয়েছিল। এ কারণে আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।
Leave a Reply