রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন প্রোভিসি নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম। আগামী ৪ বছর এই পদে তিনি দায়িত্ব পালন করবেন। এই নিয়োগটি আগামী ১৭ জুলাই থেকে কার্যকর হবে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব নূর-ই আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ (সংশোধিত আইন, ১৯৯৯)-এর ১৩ (১) ধারা অনুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: সুলতান-উল-ইসলামকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি পদে চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। প্রযোজ্য ক্ষেত্রে নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন।
শর্তগুলো হলো- উপযুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন দ্বারা নির্ধারিত দায়িত্ব পালন করবেন।
এ নিয়োগ আগামী ১৭ জুলাই হতে কার্যকর হবে ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
Leave a Reply