আগুনের গান
মাহফুজা অনন্যা
বর্ষাকাল নেমে এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে মাটি,
ভিজিয়ে দিচ্ছে আমার ভেতরে কোমল পাতাদের
আমি ভিজে যাচ্ছি অথৈ জলে, যে জলে আগুন জ্বলে!
একসাথে এমন আগুন-পানির খেলা কে, কবে, কোথায় দেখেছে?
প্রতিটি ফলই ঋতু মুখাপেক্ষী,
জৌষ্ঠ্যর পূর্ণতা পাকা আমে।
ক্রমাগত সাধনা করতে করতে আমার ভিতরেও ঢুকে পড়েছে আগুন,
বহু মৌলিক উপাদানের অনুকরণ করি কিন্তু আগুনের কাছে ব্যর্থ আমি
কারণ আগুন যে কোনো ঋতুতে আমার ভিতর নিভৃতে ঢুকে পড়ে…
অন্ধকারের বালিশে মাথা রেখে হাত ধরাধরি করে ঘুমায় দিন এবং রাত,
তেমনি আমার ভেতরে বারেমাস সহবাস করে বর্ষা ও আগুন!
Leave a Reply