সমালোচিত ও গ্রেফতার কৃত কুক্ষাত চিত্র নায়িকা পরিমনির সাথে যাদের সক্ষতা রয়েছে তাদের নামের তালিকা পুলিশের সিআইডি তৈরি করেছে বলে জানা গেছে।
পরীমনির তালিকায় যারা-
১। সিটি ব্যাংকের পরিচালক শওকত রুবেল।
২। ঐ ব্যাংকের এমডি মাশরুর আরেফীন।
৩। বহুজাতিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান রাকিবুল ইসলাম।
৪। ভারতীয় ব্যবসায়ী প্রেমস বাওয়ানী।
৫। গুলশানে দামি ব্র্যান্ডের পণ্য বিক্রির শোরুমের মালিক ইবনুল হাসান খোকন।
৬। মদ বিক্রির দোকানের মালিক রানা শফিউল্লাহ।
৮। ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী।
৯। ফারইস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্সের চেয়ারম্যান নজরুল ইসলাম।
১০। অলংকার ব্যবসায়ী দিলীপ আগরওয়াল।
Leave a Reply