ঝিনাইদহ কোটচাঁদপুরে যুবদলের পাল্টাপাল্টি ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) বিকালে কোটচাঁদপুর উপজেলা ও পৌর যুবদলের একাংশের আয়োজনে স্থানীয় পৌর পাঠাগার মিলনায়তনে যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর যুবদলের সদস্য সচিব সেলিম রেজা মধু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর, ফারুক হোসেন খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ফারুকুল আলম শেখা, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেকজাউল হোসেন, বিএনপি নেতা মিজানুর রহমান খোকন, হাফিজুর রহমান স্বপন, আবুল হোসেন, শাহান , পৌর ছাত্র দলের আহ্বায়ক বাধন রাজবী নিশু। পরে নেতা-কর্মীদের উপস্থিতিতে আতশবাজীর মধ্য দিয়ে একটি কেক কাটা হয়।সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশাদুল ইসলাম। বক্তারা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের নেতাকর্মীদেরকে রাজপথে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ কারার আহ্বান জানান।
অন্যদিকে শহরের মেইন বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্ভাধন করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খাঁন মুকুল। প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল রাজ্জাক, বিশেষ অতিথী পৌর বিএনপি’র সভাপতি সাবেক পৌর মেয়র সালাহউদ্দীন বুলবুল সিডল, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনর রশিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিলন, যুবদলের যুগ্ম সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোন্দাকার আব্দুল্লাহ বাশার, যুবদল নেতা আবু তালেব বিশ্বাস, রিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাছির উদ্দীন লিয়ন, পৌর ছাত্রদলের সদস্যসচিব ফজলে রাব্বি, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ আহমেদ। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ আলম মামুন।
Leave a Reply