দেশ ব্যাপি বিক্ষোভ সমাবেশ বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে, তেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যর উর্ধ্বগতির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে ঝিনাইদহ জেলা বিএনপি স্থানীয় প্রেসক্লাব সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জনাব আক্তারুজ্জামান আক্তার এর সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের (ঝিনাইদহ ২) বিএনপি মনোনীত প্রার্থী ও ঝিনাইদহ জেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি, জননেতা আলহাজ্ব এ্যাডঃ এম এ মজিদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ঝিনাইদহ জেলা বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব জাহিদুজ্জামান মনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব সাজেদুর রহমান পপ্পু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, ঝিনাইদহ পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যাডঃ সামছুজ্জামান লাকী, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহিদ জোয়ার্দার, জেলা শ্রমিক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিকী, জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা জিয়া পরিষদের সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রভাষক কামাল উদ্দিন,
জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রুহুল আমিন পিকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি সৌমেনুজ্জামান সৌমেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মানিক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
প্রধান অতিথির ভাষনে জনাব এমএ মজিদ বলেন সারাদেশে সাধারন জনগনের সাথে সরকার তামাসা করছে। দ্রব্যমূল্য আজ সাধারনের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। জনগন পরিবর্তন চায়। যে কোনো সময়ে গনবিস্ফোরন হবে। এই সরকারের দিন শেষ পালাবার পথ খুজছে। দুর্নিবাজ সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার। সকল ভেদাভেদ ভুলে সামনের সরকার পতনের আন্দোলনে একযোগে ঝাপিয়ে পড়ার আহবান জানান তিনি।
Leave a Reply