ভোলায় পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ আবদুর রহিম এর হত্যার প্রতিবাদে তাৎক্ষণিক মশাল মিছিলের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ
এর নেতৃত্বে মিছিলে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক পদ মর্যাদা দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, স্বাস্থ সম্পাদক জাহেদুল কবির , সহ সাধারণ সম্পাদক কাজী ইফতেখায়রুজ্জামান শিমুল, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জননেতা এস এম জিলানী ও বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা মোঃ নজরুল ইসলাম ।
মশাল মিছিল ও মিশিল উত্তর সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন নেতা হত্যা করে বর্তমান গনতান্ত্রিক আন্দোলন স্তব্ধ করা যাবেনা। রাজপথে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পতনে বাধ্য করা হবে। পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবেনা।
Leave a Reply