জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে নূরে-আলম ও আব্দুর রহিম-কে হত্যার প্রতিবাদে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় পান্তাপাড়া ইউনিয়নে গণ-মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশ করেছে পান্তাপাড়া ইউনিয়ন বিএনপি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব সাজেদুর রহমান পপপু। এসময় তিনি বলেন, দেশকে বিক্রির ষড়যন্ত্র করছে বর্তমান ফ্যাসিবাদী আওয়ালীগ সরকার। ষড়যন্ত্রের ধারাবাহিকতায় বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে ইন্ডিয়াতে যেয়ে সরকারকে টিকিয়ে রাখার জন্য অনুরোধ করেছেন। এই সংবিধান বিরোধী সরকারকে পদত্যাগের আহবান জানিয়ে তিনি বলেন নেতা কর্মীদের হত্যা ও গ্রেফতার করে বর্তমান গনতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না।
জনাব সাজেদুর রহমান পপপু বলেন, দেশ এখন অর্থনৈতিক অস্তিত্ব সংকটে ভুগছে তারই ধারাবাহিকতায় দ্রব্যমূল্য আজ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। লাগামহীন দুর্নিতির কারনে রাষ্ট একটি তলাবিহীন ঝুড়িতে পরিনত হয়েছে।
জনাব পপপু বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশে আগামীতে রাজপথের আন্দোলনে সরকারকে হটাতে হবে। সমবেত জনগনকে তিনি বলেন আরেকটা যুদ্ধের ডাক আসবে অতি শিঘ্রই। প্রস্তুতি নিন দেশের গনতান্ত্র উদ্ধার করতে হবে। প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে যার নেতৃত্ব দিবেন দেশনায়ক তারেক রহমান।
সমাবেশে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক দবীর উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া সহ মহেশপুর উপজেলা বিএনপি এবং অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply