উত্তরবঙ্গে বিদ্যুৎ বিতরণ কোম্পানী নেসকোর ভৌতিক বিল আদায় বন্ধ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সঞ্চালন ও সেবার মানোন্নয়নের দাবিতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানের সময় অন্যদের মধ্যে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, ন্যাপ নেতা মুস্তাফিজুর রহমান খান আলম, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, নারীনেত্রী সেলিনা বেগম উপস্থিত ছিলেন।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাাদক জামাত খান স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, তারা রাজশাহীবাসীর বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে গণতান্ত্রিক নিয়মে আন্দোলন করে আসছেন। বর্তমান সরকার বিদ্যুৎ খাতে সক্ষমতা অর্জন করেছে। এছাড়াও বিদ্যুৎ খাতে বাংলাদেশ বিস্ময়কর সাফল্য অর্জন করেছে। আগামীতে আরও বেশি বিদ্যুৎ উৎপাদনে লক্ষমাত্রা অর্জন করবে। অথচ রাজশাহীতে যেখানে কর্মসংস্থানের কোন ক্ষেত্র নেই, বড় বড় কোন শিল্প কলকারখানা নেই, শুধুমাত্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষি ভিক্তিক অঞ্চলের উপর নির্ভরশীল। শুধুমাত্র এই প্রধান দুইটি আয়ের উৎসের উপর নির্ভর করে এই অঞ্চলের মানুষের জীবীকা চলে। অথচ এখানে নেসকো প্রকৃত মিটার রিডার ছাড়াই গ্রাহকের কাছ থেকে ভৌতিক বিল আদায়ের উৎসবে মেতে উঠেছে।
Leave a Reply