উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের উত্তরখলাপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী। তার বাবা দিনমজুর। অন্যদিকে ধর্ষক সুজন স্থানীয় রাস্তা-ঘাটে ইজিবাইক চালান। তিনি একজন মাদকাসক্ত যুবক বলে জানান স্থানীয়রা।
ভুক্তভোগীর বাবা জানান, দুপুরে শিশুটি তার মায়ের ভেজা কাপড় শুকাতে বাড়ির পার্শ্ববর্তী মাঠে যায়। এ সময় সুজন তাকে একা পেয়ে মুখে চেপে ধরে ওই মাঠের পাশের জঙ্গলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোনে নগ্ন ভিডিও দেখায় এবং ধর্ষণের চেষ্টা করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক বলেন, মামলা হয়েছে। আসামিকে ধরতে চেষ্টা চলছে।
Leave a Reply