আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমান শুনানি শেষে এ মামলা গ্রহণ করেন। আগামী ১৬ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
এর আগে গেলো ৩০ ডিসেম্বর ৫০ কোটি টাকার মানহানির মামলার আবেদন করা হলে ম্যাজিস্ট্রেট আদালত তা খারিজের আদেশ দেন। এই আদেশ কেন অবৈধ ও বেআইনি হবে না সে বিষয়ে জজ আদালতে একটি রিভিশন মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কায়সার হাসনাতের আইনজীবী মো. জসিম উদ্দিন আরটিভি নিউজকে বলেন, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমান দায়েরকৃত এই রিভিশন মামলাটি গ্রহণ করেছে ও পরবর্তী শুনানির তারিখ ১৬ মার্চ ধার্য করেছে।
Leave a Reply