আসছে রোজায় স্কুল-কলেজে ক্লাস চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, পঞ্চম, দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সাপ্তাহিক দু’দিন ছুটি ছাড়া পাঁচ দিন ক্লাস করতে হবে। এছাড়া অন্য শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস করেতে হবে সপ্তাহে এক দিন। রোজায়ও ক্লাস চলবে, শুধু ঈদের কয়েক দিন ছুটি দেওয়া হবে।
আজ রাত সাড়ে ৮টায় এক সংবাদ সম্মেলনে আগামী ৩০ মার্চ দেশের সব স্কুল ও কলেজ খুলে দেওয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্কুল খোলার ৬০ কর্মদিবস পর পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ স্কুল খোলার পর সাপ্তাহিক ও ঈদের ছুটি বাদে ৬০ কর্মদিবস ক্লাস শেষে পরীক্ষার সময় নির্ধারণ করা হবে।
Leave a Reply