1. admin@banglahdtv.com : Bangla HD TV :
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন

কোরআনের ২৬ আয়াত নয়, একটি নকতা পরিবর্তনের ক্ষমতা কোনো মানুষের নেই

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৪৮৫ Time View
কোরআনের ২৬ আয়াত নয়, একটি নকতা পরিবর্তনের ক্ষমতা কোনো মানুষের নেই - ছবি : সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রধান ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান বলেছেন, কেউ কোরআনের একটা হরফ কেন, একটা নকতাও পরিবর্তন করতে পারবে না ইনশাল্লাহ। কারণ, কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তায়ালা নিয়েছেন। তেমনি ২৬ আয়াতকে বাতিলের জন্য যারা রিট করেছে তারাও সফল হবে না।

মঙ্গলবার দুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামে দারুল আবরা-র মাদরাসায় আলোচনা ছবক ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মহানবীর উপর যখন কোরআন নাজিল হয়েছিল তখন ইসলাম ও নবীজির শত্রুরা উঠে পড়ে লেগেছিল। কোরআন পৃথিবীতে এসেছে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করতে আর কাফেররা চায় পৃথিবীতে রক্তারক্তি করতে। তখন আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করলেন। ‘ওরা চায় ফুৎকার দিয়ে আমার আলোকে নিভিয়ে দিতে। আল্লাহ তার নূরকে সমুজ্জ্বল করবেন।’ দেড় হাজার বছর আগে তারা চেয়েছিল কোরআনের আলোকে নিভিয়ে দিতে, এরপর অনেকবারই কাফের, নাস্তিকরা কোরআনের আলোকে নিভিয়ে দেয়ার চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি।

মঙ্গলবার দুপুরে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা আজিজিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ ফারুক আহমেদ মজুমদার, ফেনী সিটি কলেজ ও কুমিল্লা মহানগর কলেজের চেয়ারম্যান সহিদুল ইসলাম জিয়া, দাগনভূঞা একাডেমীর প্রধান শিক্ষক মিজানুর রহমান, মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক অ্যাডভোকেট শহিদুল আলম ইমরান, দাগনভূঞা আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ইমাম উদ্দিন।

বক্তব্য রাখেন পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম মিন্টু, দারুল আবরার মাদরাসার সেক্রেটারি মাহফুজুল হক, দাগনভূঞা আই কেয়ার হাসপাতালের পরিচালক মাওলানা শাহ আলম, সমাজসেবক আবু হাসান দিদার।

মাদরাসা কমিটির প্রচার সম্পাদক মো: শামছুল আরেফিন আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দারুল আবরা-র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল করিম আলো।অনুষ্ঠানে হিফজ্ বিভাগে ভর্তি নতুন ছাত্রদের সবক দেন প্রধান অতিথি মুফতি মিজানুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 banglahdtv
Design & Develop BY Coder Boss