চট্টগ্রামের আনোয়ারা পার্কি সমুদ্র সৈকতের একটি আবাসিক হোটেল থেকে ২৪ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।
কর্নফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ জানান, মঙ্গলবার বিকেলে অফিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসব তুরুণ-তরুণীদের বয়স ২০ বছরের মধ্যে। এদের মধ্যে অস্টম শ্রেণির এক ছাত্রীও রয়েছে।
তিনি বলেন, সী ভিউ আবাসিক হোটেলে এসব তরুণ-তরুণী নিজেদেরকে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেল কক্ষ ভাড়া নেয়। বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ বিকেলে ওই হোটেলে অভিযান চালিয়ে তরুণ-তরুণীদের আটক করে হোটেলটি সিলগালা করে দেয়।
কর্নফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, এ ব্যাপারে থানায় একটি জিডি করে আটক তরুণ-তরুণীদের কাছ থেকে মুচলেখা নিয়ে পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। এছাড়া ওই আবাসিক হোটেলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
Leave a Reply