জাতিসঙ্ঘের প্রতিনিধিরা ফিলিস্তিনি পরিবারগুলোকে তাদের বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করার নিন্দা করেছেন। অধিকৃত পূর্ব জেরুসালেমের পাশের এলাকা শেখ জাররাহ থেকে ফিলিস্তিনি পরিবারগুলোকে তাদের বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন তারা। বুধবার জাতিসঙ্ঘের কর্মকর্তারা এ মন্তব্য করেন।
ফিলিস্তিনে জাতিসঙ্ঘের ত্রাণ ও শরণার্থী নিয়ে কাজ করা সংস্থার (ইউএনআরডব্লিওএ) জেনারেল কমিশনার ফিলিপে লাজ্জারিনি বুধবার পূর্ব জেরুসালেমের শেখ জাররাহ এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘এভাবে শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আন্তর্জাতিক আইন অনুসারে এ ভূখণ্ডের দখলদার শক্তি হিসেবে ইসরাইলের কিছু দায়িত্ব ও কর্তব্য আছে, যা তারা মানতে বাধ্য। কিন্তু ইসরাইল এ সকল দায়িত্ব ও কর্তব্য পালন না করার অপরাধে অভিযুক্ত হয়েছে।
ইউএনআরডব্লিওএর মতে, ‘এই ফিলিস্তিনি শরণার্থীরা জীবনে দ্বিতীয়বারের মতো উচ্ছেদের শিকার হলেন।’
ফিলিপে লাজ্জারিনর মতে, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিয়োজিত জাতিসঙ্ঘের এ সংস্থার প্রধান হিসেবে তার দায়িত্ব হলো উচ্ছেদের শিকার ফিলিস্তিনি শরণার্থীদের রক্ষা ও তাদের সাহায্য করা।
এ বিষয়ে তিনি আরো বলেন, ‘আমি এ বিষয়টাকে আমাদের মূল কাজ হিসেবে মনে করি।’
সূত্র : আল-জাজিরা
Leave a Reply