বিয়ে, বিচ্ছেদ ও নতুন সম্পর্কের খবরের সংবাদের শিরোনাম হয়ে থাকেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে হইচই ফেলে দিলেও জয়ী হতে পারেননি।
এবার শ্রাবন্তীর ভক্তদের জন্য সুখবর। আবারও নতুন চলচ্চিত্রে হাজির হতে যাচ্ছেন তিনি। লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই নতুন ছবি তিনজন মানুষের সম্পর্কের গল্প বলবে। চিত্রনাট্য পড়ে শ্রাবন্তী উচ্ছ্বসিত। সঙ্গে ছিলেন প্রযোজক অতনু রায়চৌধুরী।
নেটমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন শৈবাল বন্দ্যোপধ্যায়। সেখানে দেখা যাছে, অতনু, লীনা, শৈবাল এবং শ্রাবন্তীকে।
লেখক-পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় জানান, “অক্টোবরে শুটিং শুরু করার কথা ভাবছি। বাইরে গিয়েও শুটিং করার পরিকল্পনা আছে।”
বলে রাখা ভালো, ধারাবাহিক থেকে চলচ্চিত্র, সবক্ষেত্রেই লীনার গল্প বরাবর মুগ্ধ করেছে দর্শকদের। লীনা, শৈবাল, অতনুর জুটি সাফল্য এনেছে বক্স অফিসেও। একই সঙ্গে সমালোচকদের নজরও কেড়েছে।
শ্রাবন্তী চ্যাটার্জী আবারও নতুন কাজের মাধ্যমে নিজেকে মেলে ধরবেন এমন প্রত্যাশা তার ভক্তদের।
Leave a Reply