আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশে কঠোর লকডাউন শুরু হচ্ছে। এই অবস্থায় মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
বুধবার মাউশি পরিচালক (মাধ্যমিক) প্রফেসর বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত কঠোর লকডাউনের কারণে মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণী ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অ্যাসাইনমেন্ট বিতরণ স্থগিত থাকবে।
Leave a Reply