মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করছে ওয়ার্ড আওয়ামী লীগের কয়েকজন নেতা। এ নিয়ে সোমবার বালিদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সভা ডেকে চারজন নেতাকে সাময়িক বহিষ্কার করেন।
মঙ্গলবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ৪ নেতা বহিষ্কারের বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানানো হয়।
সাময়িক বহিষ্কার প্রাপ্তরা হলেন (১) বালিদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি আবুল খায়ের, (২) সম্পাদক কাজী ফজলুর রহমান, (৩) ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আলী আশরাফ ও (৪) ২ নম্বর ওয়ার্ডের সম্পাদক শ্রী স্বপন কুমার বিশ্বাস।
বালিদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আবুল কালাম ফকির ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, দলীয় সভায় সিদ্ধান্ত হয় যে, আবুল খায়ের, কাজী ফজলুর রহমান, আলী আশরাফ ও স্বপন কুমার বিশ্বাস নৌকার প্রার্থীর পক্ষে কাজ না করে বিরোধী প্রার্থীর পক্ষে নিঃসংকোচে কাজ করে যাচ্ছেন। যা বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্র পরিপন্থী। এ কারণে অভিযুক্তদের গঠনতন্ত্রের ধারা মোতাবেক দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।।
সোমবার সভাপতির বাসভবনে ডাকা এ সভায় বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৬ জন সদস্য উপস্থিত ছিলেন।
এ ইউনিয়নসহ মহম্মদপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ নভেম্বর। ইতোমধ্যে মনোনয়ন জমা ও বাছাই শেষ হয়েছে।
Leave a Reply