জো বাইডেনের নতুন সরকারের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশী বংশদ্ভূত আমেরিকানের নাম ঘোষণা করেছেন। তার নাম “ফারাহ আহমেদ”। হোয়াইট হাউসের Chief Of Staff, Under Secretary Of Rural Development হিসাবে তাকে নিয়োগ দিয়েছেন। ফারাহ্ আহমেদ কে নিয়োগ দেওয়ায় অভিনন্দন জানিয়েছেন, মরহুম মাহবুব আলী খান স্মৃতিসংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাদিক ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান, সিলেট ৩ আসনের গনমানুষের নেতা আহমেদ সাদিক।
ফারাহ্ আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড: আব্দুল মঈন খানের ভাগ্নী। তার পিতা ড: মাতলুব আহমেদ, ও মাতা ড: ফেরদৌস আহমেদ আমেরিকায় প্রফেসর হিসাবে নিয়োজিত আছেন।ফারাহ্ আহমেদের নানা ড: আব্দুল বাতেন খান বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন।
জনাব সাদিক বলেন জনাবা ফারাহ্ কে হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ দায়ীত্ব দেওয়াই বাংলাদেশের সম্মান বহুদুর এগিয়ে নিয়ে যাবে এবং বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে সেখান থেকে দেশকে ফিরিয়ে আনতে ফারাহ আহমেদ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবেন। তার নিয়োগে বাংলাদেশে গর্বিত এবং একজন বাংলাদেশী হিসেবে আমরা গর্বিত।
Leave a Reply